Quantcast
Channel: টিউটোরিয়ালবিডি
Viewing all articles
Browse latest Browse all 825

ব্লগস্পটে পোস্টে আলাদাভাবে মেটা বর্ণনা যুক্ত করুন

$
0
0

ব্লগার টীম প্রতিনিয়ত এতে নতুন ফিচার যোগ করার জন্য কাজ করে চলেছে। তারই ফলাফল ¯^iƒc বর্তমানে আপনি খুব সহজেই ব্লগে মেটা বর্ণনা যুক্ত করতে পারছেন। আর আপনি ইচ্ছা করলেই প্রতিটি পোস্টে আলাদা আলাদা ভাবে মেটা বর্ননা দিতে পারবেন। এবার আলোচনা করা হবে কিভাবে প্রতি পোস্টে আলাদা ভাবে মেটা বর্ণনা যুক্ত করার প্রক্রিয়া নিয়ে। এজন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন -

ধাপ – ১ঃ ব্লগারে লগইন করার পর একটি নতুন পোস্ট শুরু করুন। এখানে ডান পাশের মেনুতে যদি Search Description  অপশন খুঁজে পান তাহলে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে না আর না পেলে নিচের ধাপ গুলো অনুসরন করুন।

ধাপ – ২ঃ <b:skin><![CDATA[ কোডটি খুজেঁ বের করুন।

ধাপ – ৩ঃ উক্ত কোডের উপরে নিচের কোড গুলো লিখে দিন।

কোডঃ

<b:if cond=’data:blog.metaDescription != &quot;&quot;’>

<meta expr:content=’data:blog.metaDescription’ name=’description’/>

</b:if>

ধাপ – ৪ঃ টেম্পলেট সেভ করুন।

ধাপ – ৫ঃ এবার ব্লগের Settings>Search preferences> Meta tag>Description এ যান এডিট এ ক্লিক করে Yes সিলেক্ট করুন এবং আপনার ব্লগের জন্য meta description লিখুন।

ধাপ – ৬ঃ এবার সেভ বাটনে ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষন করুন।

ধাপ – ৭ঃ এখন পোস্ট লেখার সময় ডান পাশের মেনুতে থাকা Search Description এ গিয়ে আপনার পোস্টের জন্য

meta description লিখুন। এভাবে প্রতিটি পোস্টের জন্য আলাদাভাবে মেটা বর্ণনা যোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।


Viewing all articles
Browse latest Browse all 825

Trending Articles