কিউরিয়জিটি কিছু অবিশ্বাস্য ছবি পাঠিয়েছে যা ধারণ করেছে তার আর্সেনাল ক্যামেরা ব্যবহার করে যার মধ্যে রয়েছে নিজের ধারণকৃত ৩৬০ ডিগ্রি নিজগ্রহের ছবি।
চার গিগাপিক্সেল আকারের এই ৩৬০ ডিগ্রি ইমেজটি নাসার ধারণ করা নয়, প্যানারমিক ফটোগ্রাফী বিশেষজ্ঞ এন্ড্রু বড্রভ তৈরি করেছেন এটি।
দেখে নিন এই সাইটে গিয়ে
এটি অন্য সকল প্যানারমিক ইমেজের মত নয়। এটি তৈরি করতে এন্ড্রু মঙ্গল গ্রহে অবস্থিত কিউরিয়জিটির ২টি ক্যামেরার ধারণ করা ৪০৭তি ছবি ব্যবহার করেছেন। এখানে উল্লেখ্য যে, এই দুটি ক্যামেরার ফোকাল দুরত্ব আলাদা। ন্যারো এঙ্গল ক্যামেরা (NAC) ৩৪ মিলিমিটার লেন্সে ক্লোজআপ শট নিতে পারে। মিডিয়াম এঙ্গল ক্যামেরা (MAC) এর রয়েছ ১০০ মিলিমিটারের লম্বা ফোকাল দুরত্ব।
তবে ছবিগুলো তারা দিনের সিরিজ ছবি হিসেবে ধারণ করেছিলেন। এগুলো দিয়ে মঙ্গল গ্রহকে যেভাবে উপস্থাপন করেছে টা একেবারে নিখুঁত, এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।