আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ২০তম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব।
গত পর্বে আমরা মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-১ নিয়ে আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-২ নিয়ে আলোচনা করব ইনশাআল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-
মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-১
3. Arrow: মাইক্রোসফট অফিসে যদি আমাদের কখনও Arrow লাইন প্রয়োজন হয় তবে আমরা তা খুব সহজেই করতে পারি। এর জন্য ড্রইং টুলবার থেকে Arrow তে ক্লিক করব এবং তা পেজে ড্রাগ করব। তবেই আমাদের কাংখিত Arrow চিহ্নটি পাব।
4. Rectangle: মাইক্রোসফট অফিসে যদি আমাদের Rectangle বা চতুর্ভুজ প্রয়োজন হয় তবে তা খুব সহজেই ড্রইং করতে পারি। এ জন্য Rectangle এ ক্লিক করব এবং তা পেজে ড্রাগ করব। তবেই আমারা আমাদের কাংখিত Rectangle টি পাব।
5. Oval: মাইক্রোসফট অফিসে যদি আমাদের Oval বা বৃত্যের প্রয়োজন হয়, ধরুন আমরা একটি সূর্য আঁকতে চাই সেক্ষেত্রে, তবে তা খুব সহজেই আমরা ড্রইং করতে পারি। এ জন্য Oval এ ক্লিক করব এবং তা পেজে ড্রাগ করব। তবেই আমারা আমাদের কাংখিত Oval টি পাব।
আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Drawing Toolbar নিয়ে কাজ করার পদ্ধতি-৩ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আসসালামুয়ালাইকুম !